|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
রাজশাহীতে পবা থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২০
আকাশ সরকার, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী পবা থানাধীন নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুপুর ০৩.৩০ ঘটিকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার, আবু কালাম সিদ্দিক বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগরবাসীর অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশি সেবা হবে সম্পূর্ণ ভিন্ন রকম। পুলিশ কমিশনার জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণদের সহায়তায় সকলে মিলে একটি ভালো পুলিশ উপহার দিতে এবং প্রযুক্তিনির্ভর ভালো পুলিশিং করার আশাবাদ ব্যক্ত করেন। উক্ত সভার মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার সহযোগীতা কামনা করেন এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন। সর্বপরি রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে মাদক মুক্ত, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধ মুক্ত গড়ে তোলার লক্ষে স্থানীয় জনসাধারণের সহযোগীতা কামনা করেন। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
উক্ত সভায়,মোঃ আয়েন উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী-০৩, জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ), আরএমপি রাজশাহী,মোঃ মুনসুর রহমান, উপজেলা চেয়ারমান, পবা ও নওহাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আঃ খালেক সহ পবা থানার বিটের অফিসারগণ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.