|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২০
হাকিকুল ইসলাম খোকন,
গত ২২ সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। সত্তরের দশকে জ্বালানী সঙ্কট মোকাবিলায় ইউরোপে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণে দিবসটির প্রচলন ঘটে। বর্তমানে প্রতি বছর বিশ্বের প্রায় ৪ হাজার শহরে দিবসটি পালিত হয়।
দিবস উপলক্ষে রাজশাহীতে আলোর প্রদীপ সংগঠন এর উদ্যোগে সাইকেল র্যালির আয়োজন করা হয়। সাইকেলে যাতায়াত সকলের জন্য সহজ ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে স্বল্প ও দূরবর্তী যাতায়াতের জন্য সাইকেলের রাস্তা, প্রয়োজনীয় অবকাঠামোসহ একটি সমন্বিত সাইকেল নেটওয়ার্ক তৈরির আহ্বাণ জানানো হয়। বক্তারা বলেন, রাজশাহী আমাদের শহর। এই শহর নিয়ে আমাদেরই ভাবতে হবে। যেমন করে এক সময়ের ভবিষ্যতহীন জাকার্তা, ম্যানিলা, কলম্বিয়ার বোগোটা শহর এখন ঘুরে দাঁড়িয়েছে। সরকার এবং সাধারন জনগণ সকলে মিলে একযোগে কাজ করলে আমরাও রাজশাহী শহরকে স্বাস্থ্যকর নগর হিসেবে গড়ে তুলতে পারবো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.