|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২০
মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
"আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার" এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এ স্লোগানের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার এম এ বাকী বিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ খাদিজা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শারমিন আক্তার, উপজেলা জাইকা সমন্বয়কারী রোজী পারভীন, উপজেলা পিডিবিএফ কর্মকর্তা নাছিমা বেগম, উপজেলা তথ্য আপা (প্রকল্প) কর্মকর্তা শিউলি আক্তারসহ মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণার্থী ও কর্মচারীবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.