|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
রংপুরে কেরোসিন ঢেলে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী’র মৃত্যুদন্ড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২০
মোঃ মোরসেদ,রংপুর থেকে,
রংপুর নগরীর মন্থনায় গৃহবধু মর্জিনা বেগমের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদন্ড ও হত্যাকান্ডে সহযোগি হবিবর রহমানকে যাবতজীবন কারদন্ডসহ উভয়কে ১ লাখ টাকা জরিমানা করে রায় দিয়েছে আদালত।
আজ (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক যাবিদ হোসেন এ রায় দেন। ২০০৬ সালে ১৯ অক্টোবর স্বামী ও তার সহযোগি দ্বারা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্জিনা। এ ঘটনায় মর্জিনার ভাই বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।১১ জন স্বাক্ষী এ মামলায় সাক্ষ্য প্রদান করেন। এ মামলায় মূল আসামী মোশাররফ হোসেন পলাতক রয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.