|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২০
তপন মজুমদার( ফরিদগঞ্জ প্রতিনিধি):
ফরিদগঞ্জে মারিয়া আক্তার(১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামের বেপারি বাড়ি থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে পুলিশ। এব্যাপারে মারিয়ার মামা মাহবুব আলম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। স্বামীর পরিবারের দাবী মারিয়া বসতঘরের লড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদী গ্রামের বকশী মিজি বাড়ীর মহরম আলীর মেয়ে মারিয়া আক্তার একই উপজেলার সাহেববাজার এলাকার জাকির হোসেনের ছেলে সাইফুল ইসলাম শুভ নামে পিক-আপ ভ্যান চালক এক যুবকের সাথে প্রেমের সূত্র ধরে চলতি বছরের ২৬ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর থেকে শুভ তার স্ত্রীকে নিয়ে তার নানার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামের বেপারি বাড়িতে বসবাস করে আসছিল। সোমবার রাতের যেকোনো সময় মারিয়া বসতঘরের লড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
স্বামীর পরিবারের লোকজন ধারনা করছেন বিয়ের পর থেকেই মারিয়ার পরিবার বিয়ে মেনে না নেওয়ায় তাদের সাথে যোগাযোগ ছিলো না। হয়তো একারনে ক্ষোভে সে আত্মহত্যা করে। মারিয়া এ বছর চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিল।
এব্যাপারে মারিয়ার স্বামী সাইফুল ইসলাম শুভ জানায়, সে সোমবার রাতে পিক-আপে ভাড়া নিয়ে কুমিল্লা গিয়েছিল, মঙ্গলবার ভোরে বাড়ী ফিরে দেখতে পায় ঘরের দরজা খোলা এবং মারিয়ার মৃতদেহ ঘরের লড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলা তদন্তকারী কর্মকর্তা কাজী মো: জাকারিয়া জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মারিয়ার মামা মাহবুব আলম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তবে আত্মহত্যার সঠিক কারন এখনো জানা যায়নি।
বার্তা প্রেরক
তপন মজুমদার(০১৭১৮৭০৪০৪৭)
ফরিদগঞ্জ প্রতিনিধি
তাং-২৯.০৯.২০২০
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.