|| ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার সহ হরেকরকম সহায়তা দিল প্রবাসী মানব কল্যাণ সংগঠন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২০
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে একটি হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার নতুন জামা ও নগদ অর্থ সহায়তা দিল প্রবাসী মানব কল্যাণ নামে একটি সংগঠন।
উপজেলার আচারগাওঁ ইউনিয়নের ঝাউগড়া গ্রামের হতদরিদ্র রিকশা চালক লিটন মিয়ার একমাাত্র শিশু পুত্র রাকিবুল (১০) জন্মগত ভাবে প্রতিবন্ধী। শিশুটি হামাগুড়ি দিয়ে চলাফেরা করে।
হতদরিদ্র পিতার পক্ষে তার জন্য একটি হুইলচেয়ার কেনার সামর্থ্য নেই। এই ঘটনাটি নজরে আসে উক্ত ইউনিয়নের প্রবাসী মানব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের।
তারা নিজেদের তহবিল থেকে একটি হুইলচেয়ার, একসেট নতুন জামা, নগদ ৬ হাজার টাকা শিশু রাকিবুলের পিতার হাতে তোলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক ভূইয়া, অন্যান্য উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন খান তুহিন, রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন লিটন, ফজলুল হক ফজলু,নামজুল হক ফজলু,, আশরাফুজ্জামান নয়ন, আজিজুর রহমান নয়ন প্রমূখ।
উল্লেখ্য যে,,নান্দাইল উপজেলার আচারগাওঁ ইউনিয়নের বাসিন্দা যারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে থাকেন তাদের নিয়ে চলতি বছরের প্রথম দিকে ,""প্রবাসী মানব কল্যাণ সংগঠন"" নামে একটি সেবা মূলক সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রবাসী ও সংগঠনের উপদেষ্টাদের অর্থায়নে তারা সমাজের অবহেলিত মানুষের উপকারে বিভিন্ন কার্যক্রম করে আসছে। সংগঠনের সদস্যরা প্রবাসে থাকায় উপদেষ্টারাই মূলত সংগঠনটি পরিচালনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.