|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নাবালিকা তমি কে অপহরন -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২০
জামালগঞ্জ কলেজের ছাত্রী তমি রানী (১৭) গত ৫ আগস্ট অপহরণের শিকার হয়। তার পিতা-মাতা আত্মীয়-স্বজন এতে চরম উদ্বিগ্ন ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
থানা ও বাদী সূত্রে জানা গেছে, মামলার এজাহারে নাবালিকার তমি রানী (১৭) জামালগঞ্জ ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীতে পড়াশোনা করত।
প্রসঙ্গত, নওগাঁ জেলার বদলগাছী থানার জগদীশপুর গ্রামের শ্রী অনুকূল চন্দ্র মন্ডল এর মেয়ে। কলেজে যাওয়া আসার পথে ১ নং আসামী মোঃ সাদ্দাম হোসেন কু- প্রস্তাবসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে আসামি মোঃ সাদ্দাম হোসেন তাকে প্রায়ই অপহরণসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল। গত ৫ই আগস্ট সকাল আনুমানিক ১০ ঘটিকায় তাদের পাশের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়।
তারপর আর তমি রানী বাড়িতে ফিরে আসেনি। তাকে বহু খোঁজাখুঁজির পর বাদীপক্ষ জানতে পারে যে আসামি মোঃ সাদ্দাম সহ ওই তারিখে সকাল ১০ ঘটিকার সময় অন্যান্য আসামিদের সহযোগিতায় একটি সাদা রংয়ের মাইক্রোতে করে তমি রানীকে ইচ্ছার বিরুদ্ধে মুখে কাপড় বেঁধে জয়পুরহাটে তুলে নিয়ে চলে যায়।
মামলার অপর আসামিরা হচ্ছে মোঃ আলম হোসেন আনোয়ার হোসেন (৩২) এবং মোঃ বিপ্লব হসেন (৩০) মোঃ হবিবুর রহমান (২৮) পূর্বপাড়া থানা, উপজেলা জয়পুরহাট। এজাহারে উল্লেখ করা হয়েছে যে উল্লেখিত আসামীগণ পরস্পরের সঙ্গে যোগসাজশ করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের আশঙ্কা তাকে খুন ধর্ষণসহ বড় ধরনের ক্ষতি করতে পারে দুস্কৃতিকারীরা। এ ব্যাপারে থানায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয় মামলা ৮ তারিখ ৭-৮-২০২০ খ্রিস্টাব্দ। থানায় উদ্ধারের ব্যাপারে যোগাযোগ করলে থানার পুলিশ অপহৃত উদ্ধার করা হবে মর্মে বাদীপক্ষকে আশ্বস্ত করে।
কিন্তু ৫২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। এছাড়া ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকার চেয়ারম্যান এ ব্যপারে কোন সাহায্য সহযোগিতা করছেন না। অন্যদিকে আসামিপক্ষের লোকজন বাদী পক্ষকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে কেস তুলে নিতে বলছে।
তমির পরিবারের পক্ষ থেকে ইউনিয়ন চোয়্যামনের কাছে গিয়ে ও কোন সহযোগিতা পাননি তমি অপহরনের ব্যাপারে। পরিবারটি নিরাপত্তাহীনতায় আছে। এলাকায় বাসি জানায় অপহরনকারী আরো কয়েকটি মেয়েকে অপহরনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে কেউ ভয়ে মুখ খুলছেনা।সাধারণ মানুষ দাবী করে জানান আজ হিন্দু মেয়েদের অপহরন করছে কাল মুসলিম মেয়েদের করা হবে।
আমরা সচেতন হতে হবে অপহরণকারীরা কারো ভাই বন্ধু হতে পারেনা এরা দেশের জন্য বিপদজনক।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন আমরা এর সুস্পষ্ট বিচারের চাই-
এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছ।
তমির খোঁজে উল্লেখিত ব্যক্তিদের কোথাও দেখতে পারেন তাহলে নিম্নোক্ত ফোন নাম্বারে যোগাযোগ করুন- 01723-323671(মেয়েটির বড় ভাই
০১৭১৩৩৭৩৮৪০ ওসি বদলগাছী থানা, নওগাঁ।
০১৭২৩৭৭১৭৮৬ তদন্ত তপন ঘোস
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.