|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজীর চরমজলিশপুরে সরকারি ভাতা বই বিতরণ-দৈনিক বাংলার অধিকারঅধিকার
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) :-
"শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন" এই শ্লোগানকে ধারণ করে সোনাগাজী উপজেলা সমাজসেবা কার্যালয় ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১নং চরমজলিশপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ও প্রতিবন্ধীদের ১২৫ জনকে ভাতা বই বিতরণ করা হয়।
২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়ন পরিষদে ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব'র সভাপতিত্ব ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শামসুল হক মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজীর সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হোসেন, ইউনিয়ন আ'লীগের সভাপতি নুর নবী মাস্টার।
এইসময় চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন ফাহাদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেন্টু সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.