|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২০
কমল পাটোয়ারি,মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।
আজ ২৮ সেপ্টেম্বর’ (সোমবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন।
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক মীরসরাই উপজেলার ১৫টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে নগদ ৩৪,০০০/- টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের হাতে ২০১৯-২০ অর্থবছরে এককালীন অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি। উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগম, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মজিবুর রহমান পিপিএম, সরকারী বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।
অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ হচ্ছে শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, উদয়ন ক্লাব, উদ্দীপন ক্লাব, বিজলী ক্লাব, অভিযান ক্লাব, জাগ্রত প্রতিভা, অপকা, দক্ষিণ আমবাড়ীয়া সমাজ কল্যাণ সমিতি, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, মিশুক, মায়া, বসুন্ধরা সাংস্কৃতিক সংঘ, সুশীল সমাজ উন্নয়ন সংস্থা, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দুর্গাপুর।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.