|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২০
কিশোরগঞ্জ প্রতিনিধি :
বঙ্গবন্ধু কন্যা, বিদ্যানন্দিনী, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন-মুছা জিসান-এর নির্দেশনায় কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নূরে আলম, উপজেলা আ.লী সাংগঠনিক সম্পাদক ও কুলিয়ারচর সরকারি কলেজের সাবেক প্রতিষ্ঠাতা জিএস জহির রায়হান জজ, শহর আ.লীগ সভাপতি ও উছমানপুর ইউপি চেয়ারম্যান নিজাম কারী, সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতী ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল, আ.লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল্লাহ কামাল, পৌর প্যানেল মেয়র অলি উল্লাহ, কুলিয়ারচর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ রফিক উদ্দিন, কিশোরগঞ্জ জেলা যুব লীগ সদস্য মুস্তাফিজুল হক মুছা, যুবলীগ নেতা শাহবাজ আহমেদ রুবেল, ছাত্রলীগ নেতা জুনাঈদ জয়, সুজন শাহেদ,ফেরদৌস, সুজন ও সাইফুল, ছাত্রলীগ নেতাকর্মীসহ শহর ও উপজেলা আওয়ামী লীগ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে যে উন্নয়নের জোয়ার বইছে তার গুরত্ব তুলে ধরেন। তারা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন, জামিয়া আরাবিয়া নূরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মুফতী আব্দুল কাইয়ুম খান।
এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাদ জুহর ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপজেলার সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করা হয় ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.