|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া ঘোপালে আ’লীগ নেতাদের মৃত্যুতে স্বরণ সভা ও মিলাদ মাহফিল- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আ'লীগ নেতাদের মৃত্যুতে স্বরন সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ৭ নং ওয়ার্ড আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম এ অত্র ওয়ার্ড আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মরহুম মোশারফ হোসেন চৌধুরী, সাবেক যুগ্ন সম্পাদক মরহুম নুরুল আবছার বাহার, সাবেক আ'লীগ নেতা মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরী ও সদস্য মরহুম ফয়েজ আহম্মদ (বেছু) এর স্বরনে স্বরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অত্র ওয়ার্ড আ'লীগের সভাপতি নছির আহম্মদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন চৌধুরী'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মরহুমদের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন ঘোপাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এফ.এম আজিজুল হক মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি এ্যডভোকেট আনোয়ারুল ইসলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, ইউনিয়ন আ'লীগের সদস্য ও বাংলাদেশ আ'লীগ মুক্তিযোদ্ধালীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর ভুঁইয়া রনি, ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। মরহুমদের স্বরণ সভা ও মিলাদ মাহফিল এর অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন, মোঃ মোস্তফা জানু, আলাউদ্দিন চৌধুরী, মোঃ মোজাম্মেল হক, আজহারুল হক নান্টু, নুরুল হুদা চৌধুরী, নুরুল করিম, সাবের হোসেন, সাহাব উদ্দিন, ফজলুল হক চৌধুরী, নুর উদ্দিন।
মরহুমদের স্বরন সভা শেষে অত্র ওয়ার্ডের সাতানিপাড়া জামে মসজিদ এর ইমাম মাওলানা রেজাউল করিম এর পরিচালনায় মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। এতে আরো উপস্থিত ছিল ইউনিয়ন আ'লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.