|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
কাটলিছড়ায় ২৫ দিন ব্যাপী যোগ শিক্ষক প্রশিক্ষণ শিবির আরম্ভ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২০
সুজন চক্রবর্তী, ভারত স্বাভিমান ট্রাস্ট ও পতঞ্জলি মহিলা সমিতির উদ্যোগে মঙ্গলবার থেকে হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় শুরু হলো ২৫ দিবস ব্যাপী যোগ শিক্ষক প্রশিক্ষণ শিবির।আর্য সোসাইটির সহযোগিতায় কাটলিছড়া চালমার্স উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসকে রায় প্যাভিলিয়ান হলে কোভিড প্রোটোকল মেনে এদিন আনুষ্ঠানিকভিবে শিবিরের উদ্বোধন করেন পতঞ্জলি মহিলা সমিতির বরাক মন্ডল প্রভারী শান্তিলতাজি, ভারত স্বাভিমান ট্রাস্টের হাইলাকান্দি জেলা প্রডারী রুপনারায়ন রায়, পতঞ্জলি যোগসমিতির হাইলাকান্দি জেলা প্রভারী সমীরন পাল সহ বিভিন্ন জনেরা উপস্থিত ছিলেন।এ উপলক্ষে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে যোগ শিক্ষক রণেন্দ্র নাথ, রমিলা সিংহ, যোগামিত্র সোনিয়া লোহার, এসকে রায় কলেজের অধ্যক্ষ দীপক কান্তি আইচ, ডঃ দেবজিত দে, দিব্যেন্দু গোস্বামী, সন্দীপ সাহা। প্রারম্ভে প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের উদ্বোধন করেন মন্ডল প্রভারী শান্তি লতাজি,এসকে রায় কলেজের অধ্যক্ষ দীপককান্তি আইচের পৌরোহিত্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা জানান শিবির পরিচালন আর্য সোসাইটির কার্যকরী সভাপতি সজল সেনগুপ্ত সহ সমিতির সদস্যরা। সভাশুরুতে আয়োজকদের পক্ষে তাপস পাল উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঝুমা কংস বনিক।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.