|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
মানববন্ধনে দক্ষিণ আইচা’য় চার্চ অব বাংলাদেশের সম্পত্তি ফেরতের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২০
এস হাসান লিটন ভোলা প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকারঃ
বৃহস্পতিবার বেলা ১২টায় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মোড়ে চার্চ অব বাংলাদেশ কলোনীর ছিন্নমূল পরিবার বেসরকারি সংস্থা কোষ্ট ট্রাস্ট জোর পূর্বক ৭০ শতাংশ জমি দখল করাতে চরকচ্ছপিয়া কলোনীর জমিগুলো ফেরতের দাবিতে ভোলা দক্ষিণ আইচা থানা চরকচ্ছপিয়া ছিন্নমূল পরিবারের সদস্যরা মৌলিক অধিকার আদায়ের জন্য ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করেন।
মানব বন্ধন চলাকালে ভুক্তভোগী কলোনীর সভাপতি ছায়েদ ফরাজী , ফজলে করিম , হাবিবুর রহমান ও শাহাজান সহ আরো অনেক ভুক্তভোগী সুবিধা বঞ্চিতরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, চর কচ্ছপিয়ার বহিরাগত ডাক নাম সিরাজ সহ কোষ্ট ট্রাষ্ট চার্চ অব বাংলাদেশের জমি জবর দখল করে নেয়। শুধু জমি দখল করেই ক্ষান্ত হয়নি বরং কলোনীর ছিন্নমূল কোমলমতি শিশুদের পড়াশোনার বিদ্যালায়টি পরিনত করে কোষ্ট ট্রাষ্টের অফিস হিসাবে।
[video width="640" height="368" mp4="http://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2020/09/received_326599015334941.mp4"][/video]
এখানেই খান্ত নয় খেলার মাঠে বিভিন্ন রকম ফসলাদি চাষ করে, কবর স্থান,হিন্দুদের শশ্মান সহ কাটা তারের বেড়া দিয়ে ছিন্ন মূল পরিবারের মানবাধিকার লঙ্ঘন করে এবং বিভিন্ন পএ পএিকা গুলো সত্য সংবাদ প্রকাশ করায় বিভিন্ন ভাবে ভয়ভীতি ও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করতে চেষ্টা করেন। তাই আমরা চার্চ অব বাংলাদেশর জমিগুলো পুনরায় ফেরত পেতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।[video width="1920" height="1080" mp4="http://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2020/09/received_1689121907911446-1.mp4"][/video]
মানববন্ধনে ছিন্নমূল ভুক্তভোগী পরিবারের নারী-পুরষরা অংশ গ্রহণ করেন।
[video width="640" height="368" mp4="http://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2020/09/received_358679121964754.mp4"][/video]
এস হাসান লিটন ভোলা প্রতিনিধ,
মোবাইল ০১৬১৪৯৫৯৯৮৩
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.