|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
দোয়ারাবাজারে চোরাই পথে আনা ভারতীয় গরুর চালান আটক -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২০
দোয়ারাবাজারে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরুর চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় গরু চালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অভিযানে সোমবার (২১সেপ্টেম্বর ২০২০)রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৯/২-টি এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান ০৭টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ২,১০,০০০/- টাকা।
অন্যদিকে উপজেলার বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৬/৪-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া নামক স্থান ০১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- টাকা।
এদিকে উপজেলার বোগলাবাজার বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৮/৬-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান ০১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় গরুর চালান শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.