|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডাকসু,র সাবেক (ভিপি) শরিফুল ইসলাম শাকিল আর নেই -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২০
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ ছাএলীগ,মুক্তিযুদ্ধা হল শাখা,ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক ধর্ম বিষায়ক উপ-সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধা হল সাবেক সদস্য,এবং বাংলাদেশ ছাএলীগের মনোনীত ডাকসু,র মুক্তিযুদ্ধা হল শাখার ছাএ সংসদের ভিপি(সহ সভাপতি) মো: শরিফুল ইসলাম শকিল, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
আজ ২৩/০৯/২০২০ইং রোজ বুধবার সন্ধ্যা আনুমানিক ৫:২৯ ঘটিকায়।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার সহপাঠীরা শাকিল সম্পর্কে আরো দৈনিক বাংলার অধিকার কে জানান,
একজন মেধাবী ছাত্রলীগের চিরবিদায় ,শরিফুল ইসলাম শাকিল সাবেক ভিপি, জিয়া হল ছাত্র সংসদ,ঢাকা বিশ্ববিদ্যালয়।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে চিরদিনের মতো বিদায় নিয়েছে।
আরো বলেন,অর্থের অভাবে ভালো চিকিৎসা করাতে পারিনি, ছাত্রলীগের ছেলেদের বিদেশে চিকিৎসা জোটে না কারণ তারা নাকি মৃত্যুঞ্জয়ী।
জামায়াত-বিএনপির চলচ্চিত্র জগতের শিল্পীরা প্রধানমন্ত্রীর তহবিল থেকে চিকিৎসার টাকা পায় সাহায্য পায়। আর শাকিল ছাত্রলীগের নিবেদিত প্রাণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদের ভিপি হয়েও চিকিৎসার অভাবে মারা গেলো। আওয়ামীলীগ এবং ছাত্রলীগের বড় বড় নেতারা এখন মায়াকান্না করবে,অথচ তারা ইচ্ছা করলেই চিকিৎসার টাকাটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সংগ্রহ করিতে পারিতো।
"জয় বাংলা স্লোগান তোলা এই মেধাবী মুজিব সৈনিকদের অবদানেই অনেকেই হয়তো আঙুল ফুলে কলাগাছ ঠিকই হয়েছে, কিন্তু ছাত্রলীগের সাকিলেরা এভাবেই হসপিটালের বিছানায় ধুকে ধুকে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এভাবে চোখের সামনে শাকিলের চলে যাওয়াটা মেনে নিতে পারছি না, আল্লাহ তাকে জান্নাত নসিব করো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.