|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
জেলা পরিষদ উপ-নির্বাচনে আব্দুল আউয়াল কয়েছ’র মনোনয়ন জমা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২০
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেট জেলা পরিষদ উপ-নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন পত্র দাখিল করেছেন সদস্য প্রার্থী ফেঞ্চুগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ।
মঙ্গলবার সকালে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র গ্রহণ করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এহসানুল করিম ফেরদৌস।
উল্লেখ্য - অনাকাঙ্ক্ষিত কারণ বশত : পূর্বের নির্ধারিত নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.