|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলেন মিছবাহুর রহমান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২০
সুশীল দাস ,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান।
আজ সোমবার সন্ধ্যায় তিনি নিজে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার সিদ্ধান্ত অনুযায়ী মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে।
উল্লেখ্য,মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী ২০শে অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এনিয়ে গত ১৪ই সেপ্টেম্বর সোমবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচন পরিচালনা-২ উপ সচিব মোঃ আতিয়ার রহমান সময়সূচি ঘোষণা করেন।
জেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০১৬ উপলক্ষে জারিকৃত সকল আদেশ নির্দেশনা পরিপত্র এবং আইন ও বিধি অনুসরণ পূর্বক অনুযায়ী জেলা পরিষদ চেয়ারম্যান সংরক্ষিত ওয়ার্ডের সদস্য, সাধারণ ওয়ার্ডের সদস্য শূন্য পদের নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করে।
জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ বিধি ২৭ অনুসারে আগামী ২০শে অক্টোবর ২০২০ইং সকাল ৯টা হতে দুপুুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্টানের সময় সূচিতে নির্বাচন করার নির্দেশ দেয়া হয়।এবিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার তফসিল ঘোষণা করেছি। ২৩শে সেপ্টেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ।
এদিকে মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচক মন্ডলীর সদস্য) ভোটার সংখ্যা ৯৫৬জন। জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে আগামী ২০শে অক্টোবর ভোটাররা তাদের ভোট প্রদান করবেন।
প্রসঙ্গতঃমৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ৭১ এর বীর মুক্তিযোদ্ধা,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,সাবেক সংসদ সদস্য,বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব আজিজুর রহমান গত ১৮ই আগষ্ট মঙ্গলবার রাত ২.৩০মিনিটের সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃর্ত্যুবরন করেন।এর ফলে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুন্য হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.