|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দক্ষিণ আইচায় করোনাভাইরাস সম্মুখসারির যোদ্ধাদের জন্য ‘এক মিনিটের অবিরাম করতালি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২০
এস হাসান লিটন, ভোলা প্রতিনিধি ঃ
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে থাকা সম্মুখসারির যোদ্ধা ও জীবন উৎসর্গকারীদের সম্মান জানিয়ে ‘এক মিনিটের অবিরাম করতালি’ কর্মসূচি পালিত হয়েছে আজ।ভোলা চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানা চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্র এই
করতালির মাধ্যমে করোনাভাইরাসে সৃষ্ট সংকটময় সময়ে জীবন বাজি রেখে কাজ করা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গণমাধ্যমকর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা।
আজ ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় ‘আমরাও জানি মানুষকে সম্মান জানাতে, আমরাই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে সদর রোডে সামাজিকভাবে করতালি কর্মসূচির আয়োজন করে বিকাশ মজুমদার এর নেতৃত্ব এ-ই কর্মসূচি পালিত হয় ।
চরকচ্ছপিয়া'র অনেক পরিবারেরই এই কর্মসূচিতে এক মিনিটের অবিরাম করতালি কর্মসূচিতে অংশ নেন। এ আয়োজনের গুরুত্বের কথা তুলে ধরে আয়োজক গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানাজার বিকাশ মজুমদার বলেন, এটি সম্মুখসারির যোদ্ধাদের উজ্জীবিত করবে। কোভিড-১৯ মোকাবেলায় এর বিরুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন এবং এরইমধ্যে যারা প্রাণ হারিয়েছেন সেসকল শহীদদের প্রতি সন্মান জানাতে আজ ২২ সেপ্টেম্বর এক মিনিট অবিরাম করতালি দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন,
করোনাভাইরাসের বিরুদ্ধে ডাক্তার, নার্স, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। এর মধ্যদিয়ে আমরা আমাদের জীবন বাঁচাতে যারা কাজ করে যাচ্ছি তাদের প্রতি ধন্যবাদ-কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.