|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
আক্কেলপুরে অনুদানের চেক বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২০
আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধ,
”শেখ হাসিনার দিন বদলে, সমাজ সেবা এগিয়ে চলে” এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, স্ট্রোকে, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রন্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ৬ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ্য টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফুল ইসলাম ।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে জেলা প্রশাসক শরীফুল ইসলাম থানা ও উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করে উপজেলা ভূমি অফিস চত্বরে বৃক্ষরপন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.