|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুজিববর্ষ উপলক্ষে মৎস্যমন্ত্রীর বৃক্ষরোপণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২০
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম আজ (সোমবার) সকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘গ্রিন বেল্ট ফেইজ-২’ প্রকল্পের আওতায় খুলনা জেলায় ১৯ লাখ ২০ হাজার বৃক্ষরোপণের অংশ হিসেবে সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এ সময় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম আউয়াল হক, মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।(তথ্যবিবরণী পিআইডি খুুলনা)।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.