|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে এক যুবকের আত্মহত্যা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২০
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়া গ্রামে মোঃ রিপন (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ ২১-০৯-২০ ইং (সোমবার) দুপুরের দিকে নিজ ঘরের মধ্যে ওই যুবক আত্মহত্যা করেন।নিহত মোঃ রিপন জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়া গ্রামের মোঃ হান্নান হোসাইনের দ্বিতীয় ছেলে।
স্থানীয়ও পরিবার সূত্রে জানা যায়, রিপন কাউকে কিছু না বলে ঘরের ভেতরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।ফাঁস দেওয়ার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা টের পেলে তার বড় ভাই নুরজামাল দরজা ভেঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে শহরের আদর্শ কলোনি ব্রিজ নামক এলাকায় মৃত্যুবরণ করেন।
১৭নং জগন্নাত পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন (মাস্টার) জানান,বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় রশি দিয়ে রিপন আত্মহত্যা করেছে।
ঠাকুরগাঁও সদর থানার এসআই সুভাষ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.