|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহ শুরু -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২০
শেরপুর জেলা প্রতিনিধি,
শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে। আজ রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সপ্তাহের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বিআরটিএ, শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনীয়ারিং) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সেবা সপ্তাহ চলাকালে বিআরটিএর সার্ভিস পোর্টালের মাধ্যমে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করা হবে। একইসঙ্গে ট্রাফিক আইন মেনে চলার জন্য জনসাধারণের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা ও দেয়ালে পোস্টার লাগানো হবে। আগামি ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই সেবা সপ্তাহ শেষ হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.