|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া দূর্গাপুর কমিউনিটি ক্লিনিক ভবনটি ঝুঁকিপূর্ণ লোকবলের অভাবে স্বাস্থ্য সেবা বিঘ্ন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বর্তমান সরকার তৃণমূলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্য সারাদেশে কমিউনিটি ক্লিনিক গুলি চালু করা হয়েছে। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউনিয়স্থ দূর্গাপুর কমিউনিটি ক্লিনিক যেন মরণ ফাঁদ। যে কোন সময় ভেঁঙ্গে পড়তে পারে ভবনটি। এলাকার গরীব, দুখী মানুষজন চিকিৎসা সেবা নিতে হয় যেন মৃত্যুকে আলিঙ্গন করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ভবনটি যেমন মৃত্যুকুপ তেমনি নেই কোন নলকূপ। নেই কোন টয়লেট ব্যবস্থা, তদুপরি দুটি টয়লেট থাকলেও নেই দরজা ও পানি ব্যবহারের ব্যবস্থা। ক্লিনিক এর মূল দরজা আরো বেহাল অবস্থা। একজন সেবা নিতে আসা রোগী যদি পানি চায় তারও ব্যবস্থা করার কোন উপায় নাই। মোটকথা দূর্গাপুর কমিউনিটি ক্লিনিক টি অবস্থা নাজেহাল। অতিদ্রুত সময়ে যদি এটি সংস্কার না করা হয় তাহলে যেকোন মুহুর্তে ঘটে যাবে অনাকাংক্ষিত ঘটনা সহ প্রানহানি। এমনটাই দাবি করে এলাকাবাসী।
এই কমিউনিটি ক্লিনিকের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, অচিরে আমাদের ক্লিনিকের যাবতীয় সমস্যা সমাধান করা হোক, না হয় নাম মাত্র সেবা প্রদান ও ঝুঁকিপূর্ণ ভবনে মরণ ফাঁদে পড়তে পারে, এ অবস্থা আমরা সেবা দিতে চাই না। জনপ্রতিনিধি ও ক্লিনিকের সভাপতি মাহবুবুল আলম বলেন, আমি অপারগ আমি শত চেষ্টা করেও কোন কিছু করতে পারি নাই, উর্ধতন কর্তৃপক্ষ অবশ্যই এর একটা ব্যবস্থা গ্রহন করবেন, তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন।একে তো ঝুঁকিপূর্ণ ভবন তার উপরে রয়েছে লোকবল সংকট। ক্লিনিকে তিনজন সেবক থাকার কথা থাকলেও সেখানে নাম মাত্র সেবা দিচ্ছে একজন। তাও আসে যায় খেয়াল খুশী মতো। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ক্লিনিকে যাওয়ার পর ক্লিনিকে রায়হান কবির নামে স্বাস্থ্য কর্মী কে দেখতে পাই। স্বাস্থ্য সহকারী মোঃ সানা উল্যাহ্ মাসে এক দুই দিন আসে। মাসিক উপস্থিত সাক্ষর একদিনে করে এই হচ্ছে অত্র কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী'র ডিউটি. একজন পরিবার পরিকল্পনার কর্মী থাকার কথা থাকলেও অত্র ক্লিনিকে কখনো পায়নি এই স্বাস্থ্য কর্মীকে এমনটাই দাবি করে এলাকাবাসি। এলাকার ভুক্তভোগীরা আরো জানান, একজন মহিলা সেবিকা অত্র কমিউনিটি ক্লিনিক এ তাদের খুব প্রয়োজন কেননা মহিলাদের জন্য একজন সেবিকা দরকার বলে যৌক্তিক দাবি করে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের দৈনিক বাংলার অধিকার ছাগলনাইয়া প্রতিনিধিকে জানান, উক্ত কমিউনিটি ক্লিনিক এ পরিদর্শনে যাবো তারপরই লোকবল ও ভবনটি ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ'র সাথে কথা বলব। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা জানান, এই কমিউনিটি ভবন পুনরায় নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.