|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জ পৌর নির্বাচনে প্রচারণা শুরু করেছে কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন তপদার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২০
মো.মজিবুর রহমানঃ
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন তপদার মা-বাবার ও আত্মীয়-স্বজন সবার কাছে দোয়া ও অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রথমেই নিজ বাড়ির যুব সমাজকে নিয়ে বৈঠকে বসেন এবং যুবসমাজের সম্মতি নিয়েই নির্বাচনি কার্যক্রম শুরু করেন। গত(১৬ সেপ্টেম্বর) মাগরিবের পরেই নিজবাড়ীর সর্বস্তরের লোকজন কে নিয়ে উঠান বৈঠকে আলোচনা করেন সবার সমর্থন প্রত্যাশা করেন।
নিজ বাড়ির সর্বস্তরের যুবসমাজ এবং পুরুষ মহিলা সহ সকল মুরুব্বিরা দুই হাত তুলে জসিম উদ্দীন তপদার কে কাউন্সিলর প্রার্থী হওয়ার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি বলেন আমি সর্বদা যুবসমাজকে মাদক মুক্ত রাখতে বিনোদন ও খেলাধুলার মাঝে রাখার চেষ্টা করেছি। পাশাপাশি খেলাধুলার সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও এলাকার গরীব দুঃখী মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করেছি। এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
তিনি(১৮ সেপ্টেম্বর)নিজ বাড়ির মসজিদে জুমার নামাজ আদায় করে দোয়াও মোনাজাতের আয়োজন করেন। পাশাপাশি বাড়ির সকলকে নিয়ে পারিবারিক কবরস্থান জেয়ারত করে নির্বাচনের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন। এবং কাউন্সিলর প্রার্থী হিসেবে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া সহযোগীতা ও সমর্থন কামনা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.