|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
মধুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২০
মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
মধুপুরে মিটারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ফারুক হোসেন (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড এলাকার মো: কিতাব আলীর ছেলে ফারুক হোসেন(২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার(১৮ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় একই এলাকার মোঃ মোজাম্মেল হাজীর ছেলে সামান আলীর অবৈধভাবে লাইন লাগাতে গিয়ে তড়িতাহত হয়ে ঘটনাস্হলেই মৃত্যুবরণ করেন। সে এলাকায় ইলেকট্রিশিয়ান এর সহকারী হিসাবে কাজ করতেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় জানাজা শেষে এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
চাকন্ড এলাকার কিতাব আলীর ছেলে ফারুক আগে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সম্প্রতি তিনি বিদ্যুৎ শ্রমিকের কাজ শুরু করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মধুপুর জোনাল ম্যানেজার প্রকৌশলী বিপ্লব কুমার সরকার এর সাথে যোগাযোগ করলে তিনি জানান
ফারুক পেশায় ইলেট্রিশিয়ান হলেও পল্লী বিদ্যুতের তালিকাভুক্ত শ্রমিক নন।
মো: আ: হামিদ
মধুপুর প্রতিনিধি
০১৭১৮১৮৭৫০৮
তাং-১৯-৯-২০২০
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.