|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি ও দুই সেক্টর কমাণ্ডারের স্মরন সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২০
তপন মজুমদার (ফরিদগঞ্জপ্রতিনিধি)
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব ও সদ্য প্রয়াত দুই সেক্টর কমান্ডার মুক্তি যুদ্ধের ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) সি আর দত্ত বীর উত্তম ও ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার লে: কর্নেল(অব:) আবু ওসমান চৌধুরীর স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরস্থ কেন্দ্রিয় মন্দির শ্রী শ্রী লক্ষীনারায়ন জিউর আখড়ায় পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু হিতেশ শর্মার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বাবু প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: পরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন মজুমদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সহসভাপতি সমরেন্দ্র মিত্র, ননী গোপাল চক্রবর্তী, পরেশ চন্দ্র দাস, শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ হরিপদ দাস, পূজা পরিষদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাজন দে , পংকজ শর্মা, মানিক শীল, যুব ঐক্যের গৌতম দাস, ছাত্র ঐক্যের অমৃত পাল হৃদয়, শর্মিতা মিত্র এ ছাড়া সভায় ফরিদগঞ্জ উপজেলার ২০ টি মন্দিরের সভাপতি / সম্পাদক গন তাদের মতামত তুলে ধরেন। নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর, ধর্মীয় ভাবগাম্বির্য ও স্বাস্থ্য বিধি মেনে পরিচালনার বিষয়ে একমত পোষন করেন।
আলোচনা শেষে দুই সেক্টর কমান্ডারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.