|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
করোনা মহামারির মধ্যেও আইপিএল বন্ধ নেই-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২০
নিজস্ব প্রতিবেদন:
করোনা মহামারির মধ্যেও আইপিএল বন্ধ নেই। ক্রোড়পতি লিগ দেশে আয়োজন করতে পারেনি বিসিসিআই। তাই এবার দেশের আইপিএল আমিরশাহিতে শুরু ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। আইপিএল আয়াজনে কোনও খামতি রাখেনি এমিরেটস ক্রিকেট বোর্ড। ঝা চকচকে পরিবেশ থেকে শুরু করে ছবির মতো মাঠ, সবই আছে। নেই উদ্বোধনী অনুষ্ঠান। নেই চিয়ারলিডার্সও। এমনকী মাঠে দর্শকরাও আসতে পারবেন না এবার।
কোয়ারেন্টিন-আইসোলেশন-কোভিডটেস্ট-সোশ্যাল ডিসট্যান্স পেরিয়ে জৈব সুরক্ষা বলয়ে বাইশ গজে ব্যাট-বলের লড়াই শুরু হবে। আইপিএল ২০২০ উদ্বোধনী ম্যাচে আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। গত বছরের দুই ফাইনালিস্টের ম্যাচ দিয়েই আইপিএলের ১৩তম সংস্করণের ঢাকে কাঠি পড়তে চলেছে। রোহিত বনাম ধোনি দ্বৈরথ ঘিরেও তাপমাত্রার পারদ চড়ছে আমিরশাহিতে।
(খেলা ধুলার খবর দেখতে চোখ রাখুন দৈনিক বাংলার অধিকার এ)
আজ কোথায় হবে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি?
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের উদ্বোধনী ম্যাচটি হবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.