|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
রংপুর রেঞ্জের পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ এসপি নির্বাচিত বিপ্লব কুমার -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২০
আজ ১৭-০৯-২০ ইং (বৃহস্পতিবার) দুপুরে কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপার এর হাতে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় দেবদাস ভট্টাচার্য,বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর সম্মননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।
রংপুর রেঞ্জ অফিস সম্মেলন কক্ষ হইতে রংপুর রেঞ্জের আগষ্ট ২০২০ মাসের মাসিক অপরাধ সভায়, জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ এর সকল ইউনিটের সাথে সংযুক্ত হয়ে আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত ভিডিও কনফারেন্সে পুলিশ অফিস সম্মেলনকক্ষ রংপুরে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুলিশের বাংলাদেশ পুলিশের বিপ্লব কুমার সরকার বিপিএম(বার), পিপিএম পুলিশ সুপার রংপুর মহোদয় সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
পুলিশ সুপার রংপুর জেলায় যোগদানের পর পরেই মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক হওয়ায় সর্বসম্মতিক্রমে রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম মহোদয়কে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করেন।
এসময় রংপুর জেলা পুলিশের মধ্যে আগষ্ট ২০ মাসের শ্রেষ্ঠ থানা,মোঃ সাজেদুর রহমান অফিসার ইনচার্জ, কোতোয়ালি থানা,রংপুরসহ বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত হন পুলিশ পরিদর্শক ( নিঃ) জনাব মোঃ শফিকুল ইসলাম, এবং এসআই মোঃ শাহআলম শেখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.