|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন আসছে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২০
কমল পাটোয়ারী, মীরসরাই প্রতিনিধিঃ
নানান আলোচনা-সমালোচনার পর মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের আগামীর নেতৃত্ব সম্মেলনের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃত্ব নির্ধারণের সম্মেলন আগামী নভেম্বর মাসের প্রথম দিকে করার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী যুবলীগ মীরসরাই উপজেলা শাখা।
আজ (১৭ সেপ্টেম্বর)বৃহস্পতিবার মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি,বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দরা আজ চট্টগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মীরসরাইয়ের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সহ আওয়ামী যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক হাটহাজারি উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদ আলমের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি গঠনের লক্ষ্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে কিন্তু তারিখ এখনও চুড়ায় হয়নি,আমরা সংশ্লিষ্ট শাখার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সম্নেলনের তারিখ নির্ধারণ করবো।
এদিকে নভেম্বরের ১ম সপ্তাহে সম্মেলন হওয়ার ঘোষণায় মীরসরাইয়ে আওয়ামী যুবলীগ নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.