|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২০
পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত সরকার, আর তাতেই বাংলাদেশের বাজারে অগ্নিমূল্যে বিকোচ্ছে পেঁয়াজ। প্রতি কেজি পেঁয়াজের দাম ৮০টাকা। এমতাবস্থায় বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন দাবি করেছেন, আগাম ঘোষণা না করে পেঁয়াজ রফতানি বন্ধ করা হয়।
বলে রাখি, পেঁয়াজ রফতানি বন্ধ না করতে নয়াদিল্লিকে অনুরোধ করেছিল ঢাকা। যদি বন্ধ করাও হয়, তবে আগে থেকে যেন বলে দেওয়া হয়। এক্ষেত্রে সেই বোঝাপড়া মানা হয়নি বলে দাবি বাংলাদেশের। এজন্য ভারত সরকার নাকি অনুতপ্ত। পরিস্থিতির মোকাবিলায় ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে হাসিনা সরকার।
বলে রাখি, পেঁয়াজ রফতানি বন্ধ না করতে নয়াদিল্লিকে অনুরোধ করেছিল ঢাকা। যদি বন্ধ করাও হয়, তবে আগে থেকে যেন বলে দেওয়া হয়। এক্ষেত্রে সেই বোঝাপড়া মানা হয়নি বলে দাবি বাংলাদেশের। এজন্য ভারত সরকার নাকি অনুতপ্ত। পরিস্থিতির মোকাবিলায় ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে হাসিনা সরকার।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.