|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
চট্টগ্রামে সাংবাদিকে নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগ – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২০
চট্টগ্রাম, টিভি জার্নালিষ্ট মোঃ আসাদুল ইসলাম(আসাদ) বন্দর নিমতলাস্থ(তালতলা)এলাকায় চরম নির্যাতনের শিকার সহ নগদ ৮-১০হাজার টাকা, দুটি মোবাইল সেট,প্রতিষ্ঠানের আইডি এবং ডিজিটাল ক্যামরা ছিনিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন।
এবং তাকে একটি নির্জনস্থানে ২/৩ ঘন্টা শাররিক নির্যাতন এবং ধারলো অস্ত্রের মুখে ক্যামরার মেমোরীকার্ড সহ অন্যান্য জিনিস খালে ছুড়ে ফেলে দেন। প্রথমে ২/৩জন হলেও বন্দর কলোনীর আরো৪/৫জন যবুক মুখে কালো -সাদা মাস্ক পরিহিতরা এসে ভিসা-পাসপোর্ট ১দিনের বানিয়ে দেওয়া কৌশল জানাবে বলে নির্মম অত্যাচার চালায়। স্থানীয় লোকজন জানাই-তারা সবাই সরকার দলীয় একটি ছাত্রসংগঠনের সদস্য এবং এক বড় ভাইয়ের রাজনতির সাথে জড়িত।
ঘটনাটি সবাই জানাজানি হলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএমএসএফ চট্টগ্রাম জেলা কমিটি, বন্দর জোনাল কমিটির নেতৃবৃন্দ সহ প্রগতিশীল সংবাদকর্মী ওসংগঠকরা। ডিবি, ডিসি পোর্ট(উপ-পুলিশ কমিশনার বরাবরে) লিখিত অভিযোগ এবং পরে হত্যা চেষ্টা,গুম ,ছিনতাই-নির্যাতন ওলুটের মামলা দেওয়া প্রস্ততি নিচ্ছেন বলে সাংবাদিক আসাদের পরিবার ও কোয়ালিটি টিভি(কিউ টিভির) চট্টগ্রাম ব্যুরোর অফিস সূত্রে জানা গেছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.