|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
রংপুরে সাফল্য ও গৌরবময় সেবার ২ বছরে আরপিএমপি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২০
মিলন আহমেদ, রংপুর থেকে
রংপুরে পুলিশের সর্ব কনিষ্ঠ ইউনিট আরপিএমপি, রংপুর সাফল্য ও গৌরবময় সেবার মাধ্যমে ২য় বর্ষপূর্তি উদযাপন করে। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সাফল্য ও গৌরবময় সেবার দুই বছর পূর্তি উপলক্ষ্যে আজ সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ কমিশনারের কার্যালয়ে কেক কাটেন আরপিএমপির সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রংপুর সিটি কর্পোরেশন মেয়র, জেলা প্রশাসক, রংপুর, ডিআইজি (রংপুর রেঞ্জ), অ্যাডিশনাল ডিআইজি (রংপুর রেঞ্জ), অতিরিক্ত পুলিশ কমিশনার (আরপিএমপি), র্যাব-১৩ কমান্ডেন্ট, রংপুর আরআরএফ কমান্ডেন্ট, পুলিশ সুপার রংপুর, আরপিএমপির সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সকল অফিসারবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সকল কর্মকর্তারা আরপিএমপির ২য় বর্ষপূর্তি উপলক্ষে পুলশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানায়। কেক কাটা শেষে পুলিশ কমিশনার মহোদয় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর দ্বিতীয় বছরের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী দিনগুলোতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলকে সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৈরীকৃত “লাল সবুজের বাংলাদেশ নামে থিম সং” প্রদর্শন করানো হয়। পরবর্তীতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গত ০১ বছরের সাফল্য অর্জন নিয়ে রচিত স্মরণিকা “প্রগতি-২০২০” এর মোড়ক উম্মোচন করা হয়।
বিগত ২ বছরের ধারাবাহিকতা বজায় রেখে জনগণকে উন্নত ও আধুনিক পুলিশি সেবা প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন পুলিশ কমিশনার মহোদয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.