|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২০
তপন মজুমদার,(ফরিদগঞ্জ প্রতিনিধি)
ফরিদগঞ্জে পানিতে পড়ে খুকু মনি (৫) ও আশ্রাফ (৪) নামে দুই ভাই -বোনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। সর্ম্পকে তারা খালাতো ভাই -বোন।
জানা গেছে, উত্তর কেরোয়া হাজী বাড়ীর প্রবাসী খোকন পাটওয়ারীর মেয়ে খুকু মনি (৫) ও কড়ৈইতলী গ্রামের খাঁন বাড়ীর মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আশ্রাফ (৪) বাড়ীর সামনে খেলার ছলে পুকুরে নেমে যায়। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় মজিদিয়া ট্রাষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত ঘোষনা করে। আশ্রাফ ক’দিন পুর্বে কেরোয়া তার খালার বাড়ী বেড়াতে এসেছিল।
বার্তা প্রেরক,
তপন মজুমদার (০১৭১৮৭০৪০৪৭)
ফরিদগঞ্জ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকার
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.