|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২০
তপন মজুমদার, ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে আঁখি আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আঁখির প্রেমিক তার কিছু অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় আত্মসন্মানে আঘাত লাগায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্মা করেছে বলে পরিবারের লোকজনের দাবী। ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে।
আত্মহত্যাকারী আঁখির ফুফাতো ভাই শাহাদাত জানায়, নোয়াপাড়া গ্রামের আ: মুন্নাফের মেয়ে আঁখি আক্তারের সাথে একই উপজেলার বদিউজ্জামানপুর গ্রামের সৌদি প্রবাসী লাবুর সাথে মুঠো ফোনে কয়েকবছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি প্রেমিক লাবু প্রেমিকা আঁখির সাথে সম্পর্ক ছিন্ন করে আঁখির কিছু অশ্লীল ছবি নেটে ছড়িয়ে দেয়। এতে আঁখির আত্মসম্মানে আঘাত লাগায় লোকলজ্জার ভয়ে বুধবার দুুপুরে নিজের ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে। সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শহিদ হোসেন জানান, প্রেমঘটিত কারনে কিশোরীটি আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন জানান। তবে তদন্ত করে পুলিশ পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ উদ্ধার করা হয়েছে, পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হবে।
বার্তা প্রেরক
তপন মজুমদার (০১৭১৮৭০৪০৪৭)
ফরিদগঞ্জ প্রতিনিধি
তাং- ১৬.০৯.২০২০
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.