|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোরের আটক – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২০
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার নবযোগদানকারী অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দের নির্দেশে এসআই আনোয়ার হোসেন ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করেন। কিশোরগঞ্জ জেলার কুটিয়াদি, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর থানা এলাকায় চিরুনী অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মোটরসাইকেল চোরের মূলহোতা হুমায়ুন সহ ৫জনকে হাতেনাতে আটক করেন এবং সেইসাথে তাদের নিকট থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্বার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার নারাঙ্গী গ্রামের মোক্তার উদ্দিনের পুত্র মুলহোতা হুমায়ন ওরফে রফিক (৪০),হোসেনপুর থানার পানান গ্রামের আফাজ উদ্দিনের পুত্র সেলিম মিয়া (২৫), কটিয়াদি থানার জালালপুর গ্রামের শিরু মিয়ার পুত্র শিপন ওরফে মামুন (২৬) এবং করিমগঞ্জ থানার হাত্রাপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন (২২) ও হাইধনখালী গ্রামের সোহরাব উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৩০)। অপরদিকের মাদক ও জুয়া আইনে আরো ৫ জন আসামীকে আটক করা হয়েছে।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক এসআই আনোয়ার হোসেন বাবলু ও মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন যাবত এ চক্রটি বিভিন্ন জায়গায় থেকে মোটরসাইকেল চুরি করে যাচ্ছিল। বুধবার তাদের ৫জনকে সহ মাদক ও জুয়ার ঘটনায় আরো ৫ জন আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ জানান, অপরাধীদের কোন ধরনের ছাড় দেওয়া হবেনা। আইনশৃঙ্খলার সুস্থ ধারা বজায় রাখতে পুলিশের সেবা সহ অপরাধীদের বিরুদ্ধে এধরনের বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.