|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
পঞ্চগড়ে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষ, কারারক্ষী নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২০
পঞ্চগড় কারাগারের দুই কারারক্ষী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ ১৬-০৯-২০ ইং (বুধবার) বিকেলে পঞ্চগড়-আটোয়ারী সড়কের রজলী খালপাড়া এলাকায় মোটরসাইকেল এবং বালু ভর্তি একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন,দিনাজপুরের পার্বতীপুর এলাকার মেহেদী হাসান মুন (২২) এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকার উৎপল কুমার রায় (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়,নিহত ওই দুই কারারক্ষী একটি মোটরসাইকেলে আটোয়ারী থেকে পঞ্চগড় ফিরছিলেন।রজলি খালপাড়া এলাকায় একটি বালু ভর্তি এশটি ট্রাক্টরের সাথে তাদের সামনাসামনি ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলে দুজনই মারা যান।
পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পর ট্রাক্টর রেখে চালক পালিয়ে যায়।পঞ্চগড় কারাগারের জেলার সফিকুল আলম দুই কারারক্ষী নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.