|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
ত্রিশালে জেলার শ্রেষ্ঠ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলা বঙ্গবন্ধু শিশু একাডেমী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২০
ময়মনসিংহ প্রতিনিধি,
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ জেলার শ্রেষ্ঠ মেয়রে পদক পাওয়ায় ১৬সেপ্টেম্বর দুপুরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ত্রিশাল উপজেলা বঙ্গবন্ধু শিশু একাডেমী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিশু একাডেমীর আহবায়ক ফকরুদ্দীন আহমেদ, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব আমিরুল ইসলাম নয়ন, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, কানিহারী বঙ্গবন্ধু শিশু একাডেমী সভাপতি এ কে আজাদ বুলবুলসহ উপজেলা বঙ্গবন্ধু শিশু একাডেমীর নেতৃবৃন্দ।পৌরসভার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন নাগরিক সুবিধা পৌর ভবন নির্মাণ শহরকে অত্যাধনিক ভাবে প্রতিষ্ঠা করাসহ দূর্যোগ কালীন সময়ে নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণে প্রশংসিত হওয়ায় গত ৮ সেপ্টেম্বর ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এই পদক তুলে দিলে ত্রিশাল উপজেলায় বিভিন্ন শ্রেনী-পেশা মানুষের মাঝে আনন্দ উৎফোল্ল দেখা দেয় এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলো ফুলের শুভেচ্ছা ও সম্মামনা স্বারক প্রদান করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.