|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
গৃহবধূর লাশ উদ্ধার,স্বামী গ্রেফত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২০
রংপুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে স্বামীর বাড়ি থেকে নিখোজ হয়ে আর ফিরে আসেনি নববধূ হোসনা বেগম। কিছু দিন পর স্বামীর বাড়ির পাশে একটি ধানক্ষেতে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ স্বামীর দেয়া তথ্যে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় নববধূর অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওই নববধূর তার লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিজের নববধূকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার স্বামী আনারুলকে পুলিশ গ্রেফতার করেছে।
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর আকন্দপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
নিহত নববধূ হোসনা বেগম (২০) বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হাসমত আলীর মেয়ে। প্রায় দেড় বছর আগে মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর আকন্দপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে আনারুলের সঙ্গে বিয়ে হয়।
এর আগে গত ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় মেয়ে হোসনা বেগমের নিখোঁজের ঘটনায় জামাই আনারুল হক ও তাঁর মা আনোয়ারা বেগমের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বাবা হাসমত আলী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.