|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
হত্যা মামলার পলাতক আসামী ও মাদক ব্যবসায়ী আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২০
তপন মজুমদার(ফরিদগঞ্জ থেকে)
ফরিদগঞ্জ থানা পৃুলিশ একটি হত্যা মামলার আসামীসহ ৩ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিন্টুকে আটক করেছে। সে উপজেলার বিষুরবন্ধ গ্রামের আলী আহম্মেদের ছেলে। অপরদিকে, উপজেলার সকদি রামপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সুমনকে ২১০ পিছ ইয়াবাসহ আটক করেছে। রোববার গভীর রাতে তাদেরকে আটকের পর গতকাল সোমবার সকালে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়।
জানা গেছে, মিন্টু একটি হত্যা মামলা, একটি ডাকাতি মামলা, ও একটি ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কালাম তাকে আটক করেন। অপরদিকে, উপজেলার সকদি রামপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মাদক কারবারী সুমনকে ২১০ পিছ ইয়াবাসহ উপ-পরিদর্শক নুরুল ইসলাম আটক করেন। পরে সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের পর মিন্টু ও সুমনকে সোমবার সকালে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রকিব একটি হত্যা মামলাসহ ৩ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিন্টুকে ও ২১০ পিছ ইয়াবাসহ সুমনকে আটক পরবর্তী ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা প্রেরক
তপন মজুমদার(০১৭১৮৭০৪০৪৭)
ফরিদগঞ্জ প্রতিনিধি।
১৪.০৯.২০২০।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.