|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে বিশেষ জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের শিক্ষা উপবৃত্তি প্রদান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-
সোনাগাজী উপজেলা সমাজসেবার উদ্যোগে বিশেষ জনগোষ্ঠীর (দলিত সম্প্রদায়ের দরিদ্র জনগোষ্ঠী) ৩৮জন মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তির ৩ লক্ষ ৫০ হাজার ৪শত টাকা বিতরণ করা হয়।
১৪ই সেপ্টেম্বর সোমবার দুপুরে, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের কার্যালয়ে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন মিলন, চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল,
আরো উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার একেএম শরিয়ত উল্যাহ, সাধারণ সম্পাদক সুনীল রায়, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীগণ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.