|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
উলিপুরে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২০
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টিকে গতিশীল করতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ছাত্রসমাজের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উলিপুর সিনেমা হল চত্বরে উপজেলা জাপার সভাপতি ও দলদলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কফিল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান বকুল, হাতিয়া ইউনিয়নের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, বেগমগঞ্জ ইউনিয়নের সাধারন সম্পাদক রুহুল আমীন রুকু, সাহেবের আলগা ইউনিয়নের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন, পৌর জাপার সভাপতি আব্দুল কাইয়ুম সরকার, ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম প্রমুখ। সভাটি সঞ্চলনা করেন, পৌর জাপার সাধারন সম্পাদক মিন্টু মন্ডল। এ সময় জাপার সকল ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মঞ্জুরুল ইসলাম মজনুকে সভাপতি, শহিদুর রহমান সোহেলকে সাধারন সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় ছাত্র সমাজের কমিটি অনুমোদন দেয়া হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.