|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপের লাউডোবে এ টিএন নিউজের উদ্যোগে করোনাকালীন নারী স্বাস্হ্য,বেকার বনজীবি ও পানিজল সমস্যা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২০
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের লাউডোবের বুডির ডাবুর এসই এসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার দিকে .এটিএন নিউজের উদ্যোগে করোনা কালীন নারী স্বাস্হ্য,বেকার বনজীবি ও পানি জল সমস্যা বিষয়ক এক সেমিনার অনুষাঠিত হয়।
এতে এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নি সাহা উপস্হিত থেকে অনুষ্ঠানটিকে সার্বঙ্গীন সুন্দর করে তোলোন।৩০ জন নারী এই অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, তাদের কে নিজ হাতে মাস্ক তুলে দেন মুন্নি সাহা। ৩০ জন নারীকে সাবাস্হ্যসেবা নিশ্চিত করার লক্ষে এটিএন নিউজ এর বার্তা প্রধান মুন্নি সাহা এসময় অন লাইনে বিশেষজ্ঞ ডাক্তার অন্তত ৩০ জন নারীর সমস্যা জেনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। নিজ হাতে সেই সকল পরামর্শ ও ব্যাবস্থা পত্র তৈরি করে মুন্নি সাহা তুলে দেন সেই সব নারীদের কাছে । বিশেষ কিছু ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর এই সকল নারীদের হাতে ঔষধের খরচ ও তুলে দেন তিনি
এক প্রতিক্রিয়ায় মুন্নি সাহা বলেন,-'দাকোপের এই সকল মানুষের আতিথেয়তা ও ভালোবাসায় আমি মুগ্ধ বারেবারে আমি দাকোপে ফিরে আসবো"। অনেক দুস্থ নারীকে তিনি বুকে টেনে নেন। অবতারণা হয় আবেগঘন এক মুহূর্তের । এ ছাড়া বেকার বনজীবি ও পানি ও জলের বিষয় নিরাসনে ব্যাপক আলোচনা করেন মুন্নিসাহা।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,লাউডোব ইউনিয়নের চেয়ারম্যান সরোজিত কুমার রায়,দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি স্বপন কুমার রায়,উপজেলা রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক পাপ্পু সাহা,সাংবাদিক রোমান আহমেদ, রেডিও সুন্দর বন এফএম ৯৮.৮ স্টেশন ম্যানেজান পলাশ চন্দ্র ঢালী,বাংলাদেশ বেতারের নিয়োমিত শুল্পী গৌতম সরকার।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.