|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২০
ফরিদগঞ্জ থেকে তপন মজুমদার:
ফরিদগঞ্জে চাঞ্চল্যকর একটি হত্যা মামলার প্রধান আসামী মহসিনকেস বিদেশে পালিয়ে যাওয়ার পূর্ব মৃহুর্তে ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টম্বর) রাতে তাকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসার পর শনিবার সকালে চাঁদপুর আদালতে প্রেরন করেছে পুলিশ।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: শহিদ হোসেন জানান, চলতি বছরের ৩ এপ্রিল উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আপন ভাতিজা গ্রেফতারকৃত মহসিনের ধারালো অস্ত্রের আঘাতে চাচা ফজলুল করিম নিহত হন। এঘটনার পরদিন ৪ এপ্রিল ফজলুল করিমের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে মহসিনকে প্রধান আসামী করে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে, খুনের এঘটনার পরপরই ঘাতক মহসিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশ হন্যে হয়ে খুঁজতে থাকে। কিন্তু চতুর মহসিন দীর্ঘ এই কয়েকমাস বিভিন্ন স্থান বদল করার কারনে তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। অবশেষে শুক্রবার সকালে গোপন সূত্রে ফরিদগঞ্জ থানা পুলিশ সংবাদ পায় যে, মহসিন ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বিদেশে পাড়ি দিবে। সংবাদটি পাওয়ার সাথে সাথে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: শহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে হাজির হন এবং বিমানে উঠার কয়েক মিনিট পুর্বে মহসিনকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাকে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসার পর শনিবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামী মহসিনকে বিদেশে পালিয়ে যাওয়ার পূর্ব মৃহুর্তে ঢাকা হযরত শাহজালাল বিমান বন্দর এলাকা থেকে গ্রেফতার পরবর্তী চাঁদপুর আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.