|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সিরাজদিখানে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর এর আয়োজনে- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২০
ফরহাদ হোসেন মুন্সীগনজ প্রতিনিধি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে
সিরাজদিখানে বৃক্ষরোপন কর্মসূচী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে, মুন্সীগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’ বাংলাদেশ এর আয়োজনে রবিবার বিকাল ৫ টায় জেলার সিরাজদিখানের তালতলা ডাকবাংলা আঙ্গিনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। নোঙ্গর জেলা প্রতিনিধি সুবীর চক্রবর্তির সভাপতিত্বে নোঙর বাংলাদেশ এর সভাপতি সুমন শামস্ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
নোঙর জেলা সদস্য জয়ন্ত ঘোষ এর সঞ্চালণায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি ও সাহিত্যিক সামছুল হক, মালখানগর ডিগ্রি কলেজ গভর্নিং বডি সদস্য কাজী নজরুল ইসলাম পিন্টু, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিসুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান, ফ্রেন্ডস এসোসিয়েশন এর সভাপতি আশরাফুজ্জামান সোহেল, গণমাধ্যম কর্মী ও সদস্য নোঙর মনিরুজ্জামান রিপন, নোঙর জোলা সদস্য এম আর তালুকদার বাবুসহ অনেকে।
১৩-০৯-২০২০
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.