|| ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
মেহেরপুরে কনে নিজের বরকে আনতে হাজির বরের বাড়ী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২০
রিপোর্ট ঃ এস ডি স্বপন,
এবার কনেযাত্রী নিয়ে কনে এলেন বরের বাড়িতে এই ঘঠনাটি মেহেরপুর, যেভাবে বর কনের বাড়িতে গেলে আনুষ্ঠানিকতা করা হয় ঠিক তেমনই কনের বেলাতেও করা হয়েছে।
প্রথাগত বিয়ের অনুষ্ঠান নয়। এটি ব্যতিক্রমি। নারী অধিকার প্রতিষ্ঠার জন্যই বর ও কনে পক্ষের যৌতুকমুক্ত এ বিয়ের আয়োজন।
এ আয়োজন করেন গাংনীর চৌগাছা গ্রামের কমরেড আব্দুল মাবুদ। শনিবার চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের কামরুজ্জামানের মেয়ে খাদিজা আক্তার খুশি কনে যাত্রীসহ কমরেড আব্দুল মাবুদের ছেলে তরিকুল ইসলাম জয়কে বিয়ে করে বাড়িতে নিয়ে গেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.