|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
প্রধানমন্ত্রী বলেন, ‘যদি রাজনীতি করতে চাও ভালো হয়ে যাও,-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী বলেন,
‘যদি রাজনীতি করতে চাও
তাহলে এই পরামর্শগুলো মনে রেখো ,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতটি উপদেশ দেন।
সেগুলো হলো:
১. শুধু টাকা দিয়ে রাজনীতি হয়না,রাজনীতি করতে হলে মানুষের মন জয় করতে হবে।
২. রাজনীতি একা করা যায়না,সবাইকে নিয়ে করতে হয়।
৩. কর্মীদের তুচ্ছ বা অবজ্ঞা করে নয়,তাদের সম্মান করে নেতা হতে হয়।তারা যেন নেতার জন্য সবকিছু ত্যাগ করতে পারে।
৪. কাউকে বাদ দিলে শক্তি ক্ষয় হয় এবং তাঁকে সঙ্গে নিলে শক্তি বাড়বে।
৫. কেউ বিরোধিতা করলে,আগে বুঝতে হবে কেন সে বিরোধিতা করছে। বিরোধিতার কারণ না জেনে পাল্টা ব্যবস্থা বোকামি।
৬. নেতা হতে গেলে আগে অন্যের কষ্ট বুঝতে হবে।
৭. নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার আগে শোনো,তোমার কর্মীও একটা ভালো পরামর্শ দিতে পারে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.