|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে ক্যান্সার, কিডনীসহ ৬টি রোগে আক্রান্ত ২৩জন রোগীদের মাঝে চেক বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ সেপ্টেম্বর, ২০২০
ফরিদগঞ্জ থেকে তপন মজুমদার:
ফরিদগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকেপ্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৩ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা হারে সাড়ে ১১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমান এই চেক বিতরণ করেন। এই চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তছলিম আহমেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবতী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফরিদগঞ্জ শাখার সভাপতি নারায়ন রবিদাস প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.