|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় ডাঃ ফখরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ সেপ্টেম্বর, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলা সরকারী পশু হসপিটাল এর ডাঃ ফখরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে. ইন্নালিল্লাহ হি ওয়াইন্না ইলাহি রাজিউন। নিহত ডাঃ ফখরুল ইসলাম জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক'র ভগ্নিপতি (দুলাভাই)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা যাওয়ার পথে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকা এই দূর্ঘটনার স্বীকার হন। মৃত্যুকালে ডাঃ ফখরুল ইসলামের বয়স হয়েছিল ৫০ বছর। সড়ক দূর্ঘটনাকালীন সময় সাথে থাকা তাঁর বৃদ্ধ বাবা ও স্ত্রী গুরুতর আহত হয়, নিহতের বাবা বর্তমানে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও স্ত্রী ফেনী জেডইউ মডেল হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক জানান, আমার ভগ্নিপতি ডাঃ ফখরুল ইসলাম তাঁর অসুস্থ বৃদ্ধ বাবাকে উন্নত চিকিৎসার লক্ষে ছাগলনাইয়া পৌর শহর থেকে ভাড়ায় নেওয়া একটি প্রাইভেটকার যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে, কুমিল্লা চৌদ্দগ্রাম অতিবাহিত করাকালীন বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটির পিছনে স্বজোরে ধাক্কা দিলে কারটির পিছন সিটে বসা বাবা ছেলে ও তাঁর স্ত্রী এই তিনজন যাত্রীর মধ্যে ডাঃ ফখরুল ইসলাম ঘটনা স্থলেই নিহত হন এবং বাকী দুইজন গুরুতর আহত হন। নিহত ডাঃ ফখরুল ইসলামের বাড়ী উপজেলাধীন ৯ নং শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় নিহত ডাঃ ফখরুল ইসলাম এর প্রথম নামাজে জানাযা ছাগলনাইয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ও একইদিন সকাল সাড়ে ১০ টায় নিহতের দ্বিতীয় নামাজে জানাযা নিহতের নিজ বাড়ীর দরজায় অনুষ্ঠিত হওয়ার পর তাঁর মৃতদেহ তাদের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.