|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
অধ্যক্ষ সুখরন্জন ব্রহ্মচারী ও পিপি রনজিত রায় চৌধুরীর সুস্থ্যতা কামনায় ঐক্য পরিষদের প্রার্থনাসভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ সেপ্টেম্বর, ২০২০
এস ডি স্বপন,
ঢাকায় চিকিৎসারত অযাচক আশ্রম চাঁদপুরের অধ্যক্ষ কবিরাজ সুখরন্জন ব্রহ্মচারী ও চাঁদপুর জেলা জর্জকোর্টের পিপি জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অ্যডঃ রনজিত রায় চৌধুরীর শাররীক সুস্থ্যতা কামনা করে প্রার্থনা সভা অনুস্টিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নতুনবাজারস্থ শ্রী শ্রী গোপাল জিউর অাখড়ায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর শহর কমিটির আয়োজনে অনুস্টিত প্রার্থনা সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেস্টা সন্তোষ চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেস্টা অজয় কুমার ভৌমিক, জেলা আওয়ামী লীগের উপদেস্টা মধুসূদন পোদ্দার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যডঃ বিনয়ভূষন মজুমদার, সহসভাপতি তপন সরকার, গোপাল সাহা, যুগ্ম সাধারন সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সদস্য মুক্তিযোদ্ধা অজিত সাহা, পরেশ চন্দ্র মালাকার, সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর শহর কমিটির সভাপতি রোটারিয়ান রিপন সাহা, সহসভাপতি সুবল ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক পার্থনাথ ঘোষ, সদস্য প্রীতম কুমার রায়, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অপু বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক অতনু সাহা প্রমুখ। এছাড়া জেলা পূজা পরিষদ ও ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন লিটন সাহা, নির্মল পাল, প্রশান্ত কুমার সেন, প্রকাশ পাল, রন্জিত সাহা মুন্না, গৌতম কুমার ঘোষ, জেলা মহিলা পরিষদ নেত্রী লীলা মজুমদার, অন্জনা কর্মকার, বুলি চক্রবর্তী প্রমুখ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ শহর কমিটির সাধারন সম্পাদক ভাস্কর দাসের সন্চালনায় প্রার্থনাসভা পরিচালনা করেন ইউপি সচিব শ্যামল চন্দ্র দাস। উপস্থিত ভক্তবৃন্দ তাদের অারাধ্য দেবতা ভগবান শ্রী শ্রী গোপালের নিকট কায়োমনে বাক্যে প্রার্থনা জানান এবং কবিরাজ অধ্যক্ষ সুখরন্জন ব্রহ্মচারী, পিপি অ্যডঃ রনজিত রায় চৌধুরী সহ জানা অজানা সকল মানুষের রোগমুক্তি কামনা করেন। তারা ঐক্য পরিষদ ও পূজা পরিষদের প্রতিস্টাতা সভাপতি সেক্টর কমান্ডার প্রয়াত সি আর দত্তের বিদেহী আত্মা ও সদ্য প্রয়াত সেক্টর কমান্ডার মরহুম আবু ওসমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন। প্রার্থনা শেষে প্রসাদ বিতরন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.