|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে নয়ন চেয়ারম্যানের অর্থায়নে করেরহাট-শুভপুর সড়ক সংস্কার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২০
কমল পাটোয়ারি,মিরসরাই ( চট্রগ্রাম ) প্রতিনিধিঃ
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের নিজস্ব অর্থায়নে শুভপুর-হাবিলদার বাসা সড়কটি সংস্কার করা হয়েছে। দীর্ঘ দিন সড়ক ও জনপদ বিভাগ সড়কটি সংস্কার না করায় চেয়ারম্যান নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করার সিদ্ধান্ত নেন। ওই সড়কে একটি বালু বোঝাই ট্রাক আটকে গেলে চেয়ারম্যান নয়ন ঘটনাস্থলে গিয়ে নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। পরে তিনি ৫ ট্রাক ইট এনে সড়কটি সংস্কার শুরু করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন সংস্কারবিহীন শুভপুর-করেরহাট সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। প্রতিদিন ওই সড়কে শত শত যানবাহন চলাচল করে থাকে। ওই সড়ক দিয়ে করেরহাট হয়ে বিভিন্ন যানবাহন ছাগলনাইয়া, ফেনী, খাগড়াছড়ি ও ঢাকা চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের মধ্যে বড় বড় গর্ত সৃষ্টি হয়। গর্তে পড়ে যানবাহন বিকল হয়ে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বার বার অনুরোধ করেও সড়কটি সংস্কার করাতে পারেনি। গত রবিবার সকালে বালু বোঝাই একটি ট্রাক গর্তে পড়ে বিকল হয়ে পড়ে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, তিনি একাধিকবার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সড়কটি সংস্কারের বিষয়ে অবহিত করেছেন। কিন্তু কোন কাজ হয়নি। তাই রবিবার তিনি নিজ অর্থায়নে সড়কটি সংস্কার করেছি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.